তীর্থেরকাক
-মাহ্দী কাবীর


চাঁদ যে কখন জ্বলে নিভে যায়, আশাহত কুয়াশার গহ্বরে
সুন্দরেরা আজ বড্ড নিরুপায়, বাস্তব জীবনের মোহে পরে।
ঝরে যায় ফুল আমের মুকুল, কুয়াশার বেষ্টনী বেধ করে
বাস্তবেরা  যে বড্ড অসহায়, প্রকৃতির সাথে আজ জেদ করে।
তবুও যে হায় মৌমাছি যায়, কুয়াশায় পোড়া আমের মুকুলে
ধূলিকণায় মুড়ানো শৈশবে কুড়ানো,  ঝরে যায় মিষ্টি  বকুলে।
প্রকৃতির ওঙ্কার পৌছে না কর্ণধার থাকেনা মনোযোগের চোখে পরে
চাঁদ যে কখন জ্বলে নিভে যায়, আশাহত কুয়াশার মোহে পরে।
অতঃপর এক রাত্রিরে ঘটে যায়, মহা জীবনের পদস্খলন
শিশিরের শব্দে বইয়ে চলে যায়, একটি স্বপনের মহামিলন।


ব্রাহ্মণবাড়িয়া | ২৮.১২.২০১৭ইং