ভোরের কুয়াশা
-মুহম্মদ কবীর সরকার
একদিন আমি হেটেছিলাম এই বাংলায়
নগ্ন পায়ে ভোরের ভেজা কুয়াশায়।
আর শুনেছিলাম পাখিদের কলহ,  কলরব
যেন তারা, তাড়া করে চলেছে এই মহাকালকে।
যখন এক ঝাপটা হাওয়া পরেছিল আমার প্রাণের পরে,
চুল এলোমেলো করে ঝাপসা চোখে তাকিয়ে ছিলাম।
সাধ নিয়ে ছিলাম তার দেহের, তার নরম শরীরের গন্ধের।
সে কি গন্ধ, নাকি নতুন করে বাঁচার সাধ পাওয়া।
হঠাৎ চঞ্চল, উচ্ছল ষোড়শীর ওঙ্কারে,
লাল টিপ ও সবুজ শাড়ির আলোয়
ছেদ পড়ে সম্মোহনের।
তার সবুজ কোমল দেহ যেন কথা কয় প্রতিটি ইতিহাসের!
কথা কয় গত হওয়া শত মহাকালের।
মহাকাল পেরিয়ে তার জন্ম এই এশিয়ার পলিমাটিরর দেশে
শত বছর পরেও যেন আজ সে সেই কিশোরীর বেশে।
কিশোরীর বেশে সেই জীবনানন্দ দাশের বনলতা সেন।