ফুল
ফোটে বনে বনে
কুসুমিত কাননে
সুপ্রসন্ন বদনে
হেরি আমি নয়নে।


পাখি
বসে বসে তরুশাখে,
চেয়ে চেয়ে শুধু দেখে,
কেহ যেন তারে ডাকে,
সবই তার মনে থাকে।


নদী
কুলু কুলু বয়ে যায়,
শিখরে পথ হারায়
সাগরের পানে ধায়,
মিশে যায় মোহানায়।


কবি
চেনা পৃথিবীর
অচেনা পথিক
কবি নাকি?
জানি নে ঠিক।