সকাল


ভোর হয়ে
সকাল হয়,
চায়ের কাপ
মনে রয়।


দুপুর


ক্লান্ত পথিক
দুপুর বেলা,
বসে ছায়ায়
গাছের তলা।


সন্ধ্যা
সন্ধ্যা হলো
আঁধার নামে,
দীপ জ্বলে
নির্জন গ্রামে।