গাঁয়ের সীমানা
ছাড়িয়ে,
সরু মেঠো পথ
পরিয়ে।


চলেছি
মাঠে মাঠে,
দেখেছি
নদীর ঘাটে।


মাঝিরা
ধরে হাল,
জেলেরা
ফেলে জাল।


গাঁয়ের
ছোট ছোট ঘরে।
ছেলেরা
মন দিয়ে পড়ে।


সন্ধ্যায়
নামে আঁধার,
রাত্তিরে
জোটে না আহার।