পৃথিবীর বুকে
ঝঞ্ঝা নেমেছে
নেমেছে
বাদল ধারা।


ভূমিকম্পে
বারেবারে
কেঁপেছে
বসুন্ধরা।


বিশ্বজুড়ে
প্রলয় নাচনে
মেতে ওঠে
সারা বিশ্ব।


মরিছে ভূধরে,
অনলে, সাগরে
বিশ্ববাসী
হয়ে নিঃস্ব।


জগতের মাঝে
এক জাতি
এক প্রাণ
একতা।


ভায়ে ভায়ে
বিরোধ নয়
জাগো এবার
জনতা।


কাঁপিছে ভূধর
আসিছে প্রলয়
জ্বলিছে অনল
সারা বিশ্বময়।


সৃষ্টি বুঝি এবার
যায় রসাতলে,
সেদিন আসিছে
আর দেরি নয়।