ভোর হলো ঐ, সকাল হলো
ফুটলো কত ফুল,
বেলি টগর, জুঁই চামেলি
গোলাপ ও বকুল।


নয়নদিঘির শীতল জলে
খেলা করে রাজহাঁস,
রাতের শিশির জমে ওঠে
ভেজায় সবুজ ঘাস।


মাধবী মালতী সৌরভ ছড়ায়
ছুটে আসে মধুকর।
গাঁয়ের শেষে খড় দিয়ে ছাওয়া
কিষানের ছোট ঘর।


সেই ঘর হতে মাটির চুলা থেকে
কালো ধোঁয়া বেরোয় রোজ।
সকালে বিকালে থাকে অনাহারে
কেবা রাখে তার খোঁজ।


কিষান বধূ কাঠের জ্বাল দিয়ে
সন্ধ্যায় ভাত রাঁধে,
ছোট শিশু দুটি, অশান্ত অতি
দাওয়ায় বসে কাঁদে।