পাষাণের প্রতিমা
পাথরের পুতুল।
কেন কর পূজা,
কেন দাও ফুল?


ইঁট কাঠ পাথরে
গড়া তব মন্দিরে,
রেখেছ যারে তুমি
চিরদিন বন্দী করে।


সেই দেবতা
কি কভু কথা বলে?
কি হবে বল
তার পূজা করলে?


দেবতার নাম করে
দেখ পূজারী ব্রাহ্মণ,
মন্দির মাঝে করে
যজ্ঞের আয়োজন।


তুমি মানুষেরে
রাখিয়াছ দূরে,
পুজা করিয়াছ,
পাথরের ঠাকুরে।


মূর্খ তুমি! দেখিতে
কি পাও দেবতারে?
দেবতা কি থাকে
পাষাণের পাথরে ?


ভালবাস তুমি মানুষকে,
থাক মানুষের পাশে,
মানুষের মাঝেই দেখ
দেবতা নিত্য বিরাজে।


পাষাণের প্রতিমা
পাথরের পুতুল।
কেন কর পূজা,
কেন দাও ফুল?