সকাল হল উঠল সূর্য
চলছে কৃষক মাঠে,
মেয়েরা সব জল নিতে যায়
পদ্ম দিঘির ঘাটে।


শান বাঁধানো দিঘির ঘাটে
বাঁদর বসে আছে,
মেয়েরা সব যায় না কেহ
দিঘির ঘাটের কাছে।


দৌড়ে আসে ভুলো কুকুর,
ডাকে ঘেউ ঘেউ,
দাঁত খিঁচিয়ে বাঁদর অমনি
তাড়া করে ওই।


রেগে মেগে কুকুর যখন
কামড় দিতে চায়,
ভয়ে ভয়ে অমনি বাঁদর
গাছে উঠে যায়।


পদ্ম দিঘির ঘাটের পাশে
রাঙা ধূলোর পথে,
সাইকেলে চেপে আসে কেহ
দূরের গ্রাম হতে।


তেল মেখে নাইতে আসে
গাঁয়ের যত ছেলে,
মনের সুখে সাঁতার কাটে
পদ্ম দিঘির জলে।


পদ্ম দিঘির ওই পাড়েতে
রাঙী গাই চরে,
পুকুর পাড়ে সাদা বক এক
ছোট মাছ ধরে।


বিষন্ন দুপুর পড়ে আসে বেলা
পদ্ম দিঘির ঘাটে,
দিগন্তে ওই সূর্য লুকায়
পশ্চিম পাড়ার মাঠে।


নির্জন ঘাটে সন্ধ্যা নামে
শেষে রাত্রি গভীর হয়,
সারা পৃথিবী ঘুমায় যখন
দিঘি একা জেগে রয়।