কবিতা আসরের প্রয়াত কবি (স্বার্থপর ছেলে) নীল ।
তার মহাপ্রয়াণে, তারই উদ্দেশ্যে কবিতাটি রচিত।


হে প্রয়াত কবি নীল!
জানি না তুমি আজ কত দূরে?
নিয়েছে জীবন কেড়ে
নিষ্ঠুর নিয়তি,
সেই হেতু অভিমান?


কবিবন্ধু !
তুমি চলে গেছ দূরে,
বহুদূরে, আমাদের ছেড়ে।
সে কোন অমরালোক?
সেথা কি বসন্তে কোকিল ডাকে?
নির্মল বায়ু বয়, ফুল ফোটে গাছে?


অথবা আঁধার রাতে চাঁদ ওঠে,
নীল আকাশে তারার মালা
মিটিমিটি শুধু জ্বলে ?


অথবা আজও কি তুমি সেথা
নীল ডায়েরির খাতার পাতায়,
লিখে যাও ব্যথাভরা
হৃদয়ের গাথা। সকরুণ কবিতা।
শুধু কবিতা। আর কবিতা।
তব অনাগত মৃত্যুর কবিতা।


হে বন্ধু! ইচ্ছামৃত্যু করেছো বরণ।
ইচ্ছা ছিল তব-
দূর নীল আকাশের
তারাদের সাথে মিলেমিশে
একসাথে খেলা করতে।


আর তাই বুঝি
এই সুন্দর পৃথিবী ছেড়ে-
আমাদের ছেড়ে-
নীরব অভিমানভরে
নিলে চিরবিদায়
চির দিনের তরে।


মৃত তুমি?
কে পারে বলিতে?
নয় সেতো মরণ তোমার।


হে মৃত্যুঞ্জয়ী কবি!
তোমাকে জানাই
বিদায় বেলার
শেষ অভিনন্দন।
ভালো থেকো,
শুধু এই কামনা।