মহুলবনে
মহুল তলায়,
সাঁওতালরা
মাদল বাজায়।


মহুল বনে বাঁশের বাঁশি বাজে ।


ধামসা বাজে
মাদল বাজে,
সাঁওতালীরা
আনন্দে নাচে।


পায়ে তাদের রুপোর মল সাজে।


দশ হাণ্ডি
হাঁড়িয়া খায়,
জোড়া জোড়া
খাসি খায়,


মদের নেশায় চোখে দেখে সরষে ফুল।


মাদলের
তালে তালে
সাঁওতালীরা
ঘুরে বুলে,


অরণ্যের ঘুম ভাঙে, ভাঙে মনের ভুল।