কেমন করে পাগল বুড়ি হইলো পোয়াতি
সমাজ জানে না, জানবে কে? ছিঃ! ছিঃ! ছিঃ!

মেয়ে বলে সে আমার ঠাম্মার বয়সি
কয়দিন পর চিতায় যাবে দেখ কি কান্ডটি!

লজ্জায় করি মাথানত হারাই বাকশক্তি
কেমন করে বুঝাই তারে সমাজের কুকীর্তি

মানতাম সে হইতো যদি জোয়ান পোয়াতি
এমন দেখা দেখে আগে মন করেছি দুখি

তাই বলে এই বৃদ্ধা পাগল মার সমবয়সী
গর্ভবতী হইলো শেষে, ছিঃ! ছিঃ! ছিঃ!

আর দেখবো কত বঙ্গে পুরুষ কুলাঙ্গার
জন্মের পর কেউ নিবে না এ দায়ভার

পাগলী কি বুঝবে তার সন্তানের চিৎকার
যে কখনো বুঝেনি সে হয়েছিলো বলাৎকার

এ দায় তবে কার? আমরা পুরুষ, আমার
নইলে কি আর পাগলি পোয়াতি গর্ভে বইছে ভার

পুরুষ তুমি কুকুর জাতি মানুষ হওনি আজি
তোমার জন্য আমার মুখে দিচ্ছে সবাই থু থু ছিঃ! ছিঃ!

কবিতা : থু থু ছিঃ! ছিঃ!
লেখক : অপূর্ব দাস