তোর বুকে ঠাডা পড়ুক, মাইয়া
কলিজায় আসুক কালবৈশাখী ঝড়
বিহান বেলার পাখি উড়তে গেছিল আকাশে
মইরা নাকি পইড়া আছে উজান ভাটির চরে।
শীতের কাঁথা মুড়াই দিয়া কইছিলাম তরে
কইলজাডা এক সাবানদানি ভাইঙ্গা যাইতে পারে
এ অবেলায় কেন তোর বাইরে যাইতে লাগে?
চারদিকে ছাঁইয়া আছে বজ্র বিদ্যুৎ, কাল বৈশাখী ঝড়ে
পরানডায় মায়া লাগে, হারাইয়া গেলি ঝড়ে!
মাইয়া মানুষ খোদা কেমন কইরা পারে
সামান্য এক কথায় দৌড় দেয় বাইরে?
একটু নুনই তো সালুনে কম ছিল,
তারে তো কই নাই কম?
কেন সে গেল দৌড়ে, এ কালবৈশাখী ঝড়ে
মানুষ কয় পুড়া কপালনি, জামাইতো দুয়েক কথা কইতেই পারে?
তাই বলে তুই জীবন দিবি উজান ভাটির চরে।