আমার কি একটা মানুষ হবে না-
মনের কথা সব অকপটে কান পেতে শুনতে?
মনের দাবী শুনে ভালোবাসার জন্যে না হলেও
পাশে বসে শুধু কেউ প্রশ্ন করুক এটা ওটা জানতে।।

হাতের আঙ্গুল ছুঁয়ে কিছু দূর না হোক
সঙ্গী হোক আমার ছায়া দূরত্বের পথ চলায়,
আমার যে আর একা চলতে ভালো লাগে না
যেন শক্তি ফুরিয়ে অসার আমার ক্লান্ত দু পায়।।

আমার ভীষণ মন খারাপ থাকে
বিষণ্ণতায় একা বসে অহেতুক ধোঁয়া উড়াই,
রাগ ভরে একটাবার নিষেধ করার জন্যে না হোক
কেউ তো আসুক জিজ্ঞেস করতে কেন এতটা খাই।।

আমার বুঝি একটা মানুষ হবেই না
আমি খেয়েছি কি খাইনি তার হিসেব রাখতে,
ভাত মাখিয়ে খাইয়ে দিতে হবে না অন্তত
বাসন পত্র সাজিয়ে বলবোও না পাশে বসে থাকতে।।

গভীর রাত্রে আমার নির্ঘুমা চোখের পাতায়
মাথা টিপে টিপে কেউ চেষ্টা না করুক ঘুম আনতে,
এখনো ঘুমাওনি! আচমকা জেগে রাগ ঝাড়ুক
ঘরের বাতি জ্বালানোই থাকবে কিনা চাক জানতে।।

আমি কেমন আজ বিধ্বস্ত একা থাকতে থাকতে
ভালোবাসতে বলছি না, বলছি খোঁজ নিতে।
দায়িত্ব নিয়ে না হোক অন্তত হেঁয়ালির ছলে
সঙ্গী হোক আমার একার অস্তিত্বে।।

লেখকঃ রনি পারভেজ (#JD)
রচণাকালঃ ১০/০৬/২০১৯