কথা খুঁজছি!!
আলো উৎসের বিনাশ সেই কৃষ্ণগহ্বরে
তারায় তারায় বিচ্ছুরণ যেথায় অস্তিত্ব হারায়।

আমি কথা খুঁজছি!!
একটা মরা ডালে কিভাবে ফুল ফোটে সে রহস্যের
সময় আবর্তনে কি ছিল রক্তের শিরায়?

কথা খুঁজছি!!
মহাজাগতিক সে অসীম সত্তায়
যাঁর বলা মাত্র নির্নিমেষ অকল্পনা ঘটে যায়!

: রনি পারভেজ (#JD)