শোনো তোমরা শোনো সবে-
মন দিয়ে শুনতে  যদি চাও রে তবে;
একটি কল্প-কথার গল্প আমার-
আজব চিড়িয়াখানার;
যেথায় বন্ধুত্ব শ'গুণে-
নেউল-সাপ-শকুনে;
যেথায় উচু গলার ওই  জিরাফ-
অসুখ হলে খায় যে সিরাপ ;
আর শেয়াল-সিংহ-বাঘে
খাচামুক্ত থাকে
যেথায় তাড়া দিলে ভোঁদড়
উট পাখি তে দেয় দৌড়-
বানরদল দেয় না কো লাফ-ঝাপ-
থাকে ভীষণ চুপচাপ;
যেথায় শোনো ভাল্লুকের সাথী-
মস্ত এক হাতি;
জলে পায় না যেথায় স্বস্তি-
মোটা কালো জলহস্তী-
যেথায় কুমির চলে দলে দলে-
জল ছেড়ে স্থলে;
যেথায় ঘোড়া নাচে-
ময়ূরীর সাজে;
মেলে পাখা-
আকা-বাকা;
থাকে যেথায় জেব্রা-গাধা-ঘোড়া-
জোড়া-জোড়া।।।