এক দুঃস্বপ্ন নিয়ে সেদিন আমি ফিরেছিলাম আমার ঘর-
কষ্ট গুলিকে করেছি আপন আর সুখ গুলি কে করিয়া ভীষণ পর;
আজ নাইকো সময় কোনো নাইকো আমার হাতে;
পুরোনো অতীতে ফিরিবো আমি ফিরিবো কোন অযুহাতে;
হারিয়েছি কতো সুর হারিয়েছি আমি কিশোর বেলার গানে;
আজ নিষ্প্রাণ সব কথাগুলি আমার অল্প কিছু সময়ের ব্যবধানে;
আমি হারাবো কতো কি আর বলো আমার হারাতে আছে কি আর বাকি-
আমি সব ছেড়ে হবো কবে হবো আমি মুক্ত ডানা পাখি;
পাবো পাবো বলে জীবনে আমার হয় নি পাওয়া কিছুই-
আমার পায়ের তলায় নাইকো মাটি আজ তবে বলো আকাশ কেমনে ছুঁই?
ধ্বংস ভাবনায় আমার আমিতে আমি ভীষণ জড়োসড়ো;
আমি পা পিছলে গভীর তলে নামতে চলেছি,আমার হাত টা কেউ ধরো!