চারিদিকে  চিৎকার -
মুসলিম রোহিঙ্গার ;
সইতে পারছি না আমি আর,
আমার আলয়ে দিয়ে আশ্রয় -
তাদের কষ্টগুলি করি জয় ;
এমন টাই ইচ্ছে হয়,
চলো আজ করি অংগীকার -
হয়ে মিত্র তাদের অথবা দুখের সংগী আর ;
বাড়িয়ে দিই হাত, তোমার-আমার।।।


নাহয় আজ নিজেকে ভুলে -
নরম করে হাত বুলে ;
নরক বাগান ভরিয়ে দিই ফুলে-ফুলে,
অল্প করে ও হোক -
তাদের পানে রাখিয়া মায়াভরা চোখ ;
ছড়াই আলোক,
সাহায্য হতে হবে অর্থ -
নাই কোন শর্ত ;
দিতে পারি যার যা সামর্থ্য।।।।।


থামিয়ে দিই চলো তাদের বুকের আগুন -
দূঃখের শ্রাবণ পেরিয়ে চলো সবে আনি সুখ ফাগুন।।।
হতে দিবো না,দিবো না আর
হত্যা-ধর্ষণ-অত্যাচার।
দাড়াবো রুখে -
তোমাদের বিপদ সম্মুখে;
দিবো না হারাতে আর একটি জীবন
এই করছি আমি এই পণ।।।।