১.
        -তারুণ্য শক্তি
কে বলেছে অামায় আমি অাধুনিকযুগী নিষ্ঠুর,আমি অসভ্য?
আমি যুগোপযোগী,আমি নব্য
অামি তারুণ্যের জ্বলন্ত অগ্নীকুন্ড
শান্তিরক্ষায় নিবেদিত অামার প্রাণ,প্রতিবাদ আকুন্ঠ,
তনু জুড়ে বহমান অামার তারুণ্যময়ী উত্ত্বপ্ত রক্ত
আমি বলীয়ান ,দেশ-প্রেমে আসক্ত।


×××××××××××××××××××××××××××××××
২.
        -তোর কারণে মেয়ে
আজ তোর কারণে মেয়ে
      দূর আকাশ ছেয়ে
            সব মেঘ হয়েছে এক
                   মেয়ে চোখ খুলে তুই দেখ
                           আকাশে  রাখতে দৃষ্টি
                                    যেনো   পড়বে  ঝড়ে বৃষ্টি