ঘড়ির কাটার সময়ের সাথে চলছিলাম মিলিয়ে তাল-
হঠাৎ একটু পা পিছলে আমি বেসামাল;


এখন শুধু তাকিয়ে সময়-
হয় হৃদয়ে আমার ভীষণ ভয়;


কেমন করে আজ না জানি কেমন করে-
আমি পাল্লা দিবো ওই দিবাকরে;


সে তো ঘুরছে আর ঘুরছে যেমন টা সময়ের কাটা-
আজ কেনো আজ আমার জীবনে অসময়ের ভাটা;


এখন তো আর হয় না কিছু কোনো নিয়ম মেনে-
নিয়মের মাঝে অনিয়ম সব,দিলো কে সে এনে?


জীবন নামের রেলগাড়িটাও আজ চলছে বেলাইন-
মানছে তো মানছে না সে কোনো সময় আইন;


এমন করে চলতে গেলে হবে সর্বনাশ-
জীবন রূপী রেল গাড়িটার মিলবে শুধু লাশ।