আমি আমার জীবন থেকে স্বপ্ন কুড়িয়ে নিতে চেয়েও হয় নি নেয়া কিছু -
তবু ও ছুটেছি আমি ছুটেছি বহুকাল সময়ের পিছু পিছু ;
আমি বলতে গেলে কভু কথা কিছু ন্যায়-
নাকি হয় তা হয় শব্দের অপব্যয় ;
তাই তো আমি হঠাৎ থাকি খুব চুপ নিশ্চুপ ;
ঘাড় ফিরিয়ে দেখি কেবল পেছনে মানুষের ই কতো রুপ ;
কত রটানো-ঘটানো গল্পতে পড়ে যায় মানব চোখ-
জমে যায় আলোচনা-সমালোচনা কতো, সেটা স ত্যি-মিথ্যে যাই বা হোক;
শুধু পড়ে না কারো দৃষ্টিতে আবহমান অনেক জীবন-ধারা-
যাদের পথে পাশে,সবুজ ঘাসে আশ্রয় নেয়া স্বজনহারা;
আমার শহর ঘিরে আছে কতো আমলা-কামলা-মামলা-
আমি আমাকে নিয়ে ব্যস্ত বড়ো,তুই নিজেকেই নিজে সামলা;
শোন পথিক তুই হারিয়ে যাস না আবার-
সামনে এগুলে আছে  অলি-গলি,আছে সংশয়,পথ ভূলে যাবার;
চাইলে তুই আমি বলে দিতে পারি তোর আসল ঠিকানা-
তবুও আমি পারবো না দিতে সময় তোরে, আমার স্বার্থ ষোলআনা।