আমি যাকে ভাবিয়াছি আপন বড়ো-
আমার বিপদে খুজিয়া দেখি ভীষন পর-ও;
আমার সমাজ ভাংছে নিয়ম-
প্রতিদিন-প্রতিক্ষণ বেশি-কম;
আমি দাঁড়িয়ে দেখি বিবেকের দরজায়-
আমি ডুবে আছি দায়িত্ববোধের কর্জায়;
আমি নিয়েছি কেড়ে নিয়েছি মিথ্যের সিংহাসন-
মেনেছি শুধু মেনেছি আমি আমার মনের নির্বোধ শাসন;
নীতির তালিকায় শুধু ন্যায়ের কর্তন-
সময় ই শুধু পারে হয়তো আনতে সামাজিক বিবর্তন।
চলমান এই চলমান সমাজ-
আমার চিন্তা আমার ধারণা সব ই বদলে দিলো আজ;
আমি হঠাৎ-হঠাৎ নিজেকে ভাবিয়া নির্বাক-
কোথায় আছি কোথায় যাবো সময়টা আবার কোথায় নিবে বাক;
আমার জীবনে কয়েক শব্দের বাক্য-
দিবে না বদলে দিবে না হয়তো আমার ভাগ্য;
আমি বুঝি এই করেছি ভূল-
ধরেছি আমি ধরেছি আবার ভূল আংগুল;
আমি খুজিতে খুজিতে মুক্তির পথ-
না জানি এনেছি কতো ডেকে আমার বিপদ।