আমার কোথাও একলা বসে থাকা-
মানে হাজার নিরব ছবি আকা;
আমার ভীষণ লাগলে অভিমান-
গাই কিশোর বেলার গান;
আমার চোখের ঝাপসা চশমার ফ্রেমে-
শত জড়া-জীর্ণতা পড়লো আমার প্রেমে;
আমার স্বপ্ন গুলি বড্ড ভঙ্গুর-
বিদীর্ণতা বাধায় কোমল সুর;
যেনো আমার ইচ্ছে স্বাধীনতা-
মুখ ফস্কে বেড়িয়ে যাওয়া দু দন্ড কথা;
যেথায় বাড়াতে দু পা সংশয় ভীষণ-
সেতো জীবন নামের এক বিভীষণ।।।