আকাশে-বাতাসে শোনা যায় ঝড়ের ডাক-
বাজলো  রে ঢোল বাজলো রে ঢাক;
তবলার সুরে টুক-টাক-
এলো রে এলো রে  ভাই এলো বৈশাখ।।


সুখ ও  সকল গেলো রে আজ গেলো রে মিশে-
ভোরের পান্তা-ইলিশে;
বৈশাখ এসো কিশোরীর হাতের কাচের চুড়িতে-
অথবা কোমল সুখের পুষ্প ঝুড়িতে।।


বৈশাখ মোদের রমনা বটমূলে-
কন্ঠে কন্ঠে সুর তুলে;
বৈশাখ এলো নারীতে-নারীতে-
রং-বেরং এর লাল শাড়িতে।।


বৈশাখ আমার মায়ের কোমল হাসিতে-
মেঘের বাড়িতে রাশিতে-রাশিতে;
বৈশাখ এলো মেলায়-মেলায়-
বাঙ্গালী হৃদয়ে আনন্দ ভেলায়।।


বৈশাখ এলো নাগরদোলায়-
অথবা জেলে বাড়ির মাছের ঝোলায়;
বৈশাখ আমার কন্ঠে গানে-গানে-
বাঙ্গালীর প্রাণে প্রাণে।।


বৈশাখ এলো গাছের ঐ সবুজ পাতায়-
আসুক কিবা হালখাতায়;
বৈশাখ এলো রে হায়-
হাতে আকা  আলপনায়;


চারিদিক উচ্ছ্বাসের হাক-ঢাক-
এলো রে এলো রে ভাই এলো বৈশাখ।।