বন্ধু তোর সব মিষ্টি কথার ঝড়ে-
আমি হারিয়ে যেতাম কখনো কখনো দুষ্টুমির অবসরে;
আবার কখনো তোর কাধে  মিলিয়ে কাধ-
কখনো তোর সাথে আমি বাড়িয়ে দিতাম  দুপা,ছিলো না তো কোনো অবসাদ;
আবার কখনো কোনো এক সোনালী দিনে-
আমি ভাগ বসাতাম তোর স্কুল টিফিনে;
না জানি তোর ছোটো ছোটো কতো ভুলগুলি থেকে আমি এড়িয়ে নিতাম চোখ-
ছিলো দুজনের সাথে দুজনারকতো রাগ অভিমান,তবু ছিলো না তো কারো প্রতি কারো কোনো অভিযোগ;
তোর কেটে যাওয়া সব সময় গুলিতে ছিলো আমার ই স্মৃতি মাখানো-
হয় নি কখনি হয় নি তো আমার তোকে রাগানো ;
যখন পেতো আমার খুব কান্না-হাসি-
তখন পেতাম আমি তোরে আমার খুব পাশাপাশি ;
আবার কখনো কখনো খেতাম দুজনে ভাগ করে চা এক কাপ;
আজ বন্ধু তোকে ভেবে মন টা ভীষণ খারাপ।
আজ সেই সোনালী সময়গুলি হারিয়ে গেসে হারানোর নিয়মে-
তবু যায় নি শোন ভালোবাসার আমার তোর এতোটুকু কমে।