আজ  ভোর আকাশে,
যদি মেঘ পরিহাসে -
রোদ না আসে ;


তবে এসো ওহে বৃষ্টি তুমি আধার বয়ে-
দমকা হাওয়ার সঙ্গী হয়ে,
কালো মেঘ ক্ষয়ে ক্ষয়ে;


সুযোগ করে হাওয়া তুমি দিয়ো দোলা-
যে নৌকোয় আজ পাল তোলা,
হয়ো নাকো আপন ভোলা;


যদি পারো ওগো বৃ্ষ্টি তুমি-
জানালার কাচে আমার খেয়ো চুমি,
জাগিয়ো মোরে ,থাকি যদি আমি ঘুমি ।