চল ওরে চল-
নব-যুব দল!!


আনতে আলো কাটিয়ে আধার-
ভাংতে শিকল কঠিন বাধার;
রাঙাতে ধরা তপন দর্পে-
দাঙাতে জরা অশোভন স্বর্পে।।


চল ওরে চল-
নব-যুব দল!!


আনতে  হাসি মানব মুখে-
রাখতে তাদের চিরসুখে;
বাধতে সুর এক ই ছন্দে-
কাদতে-হাসতে পরের তরে কষ্টে-আনন্দে।।


চল ওরে চল-
নব-যুব দল!!


তুলি মোদের শক্ত দুটি হাত-
করতে বন্ধ অন্যায়-অপরাধ;
থামিয়ে দিতে নারী নির্যাতন আর ধর্ষণ-
করি চল সবে বিবেক দর্শন।।


চল ওরে চল-
নব-যুব দল!!


করি দূর ধনী-গরীবে ভেদাভেদ-আর বৈষম্য-
করি চল রক্ষে আপন-আপন ধর্ম;
আজ করতে জগৎ জয়-
দিতে হই প্রস্তুত, প্রাণ ও যদি দিতে হয়।।।।