১।
      নিরলস ডাক্তার
এক সেই ডাক্তার;
নাম যার আক্তার-
বেসামাল রাগ তার;
জুড়ি নেই ওই তার-
ইয়ে লম্বা নাক টার;
শহর জুড়ে ডাক তার,
আসে জ্বর যদিও তার ১০৪ টেম্পারে-
বসে থাকে চেম্বারে;
আবার সে গাড়ি চড়ে-
ডাকে যদি মেম্বারে;
নাহি করে পরোয়া বৃষ্টি-ঝড়-এ,
থাকে না তো থেমে সে-
পথে যদি জ্যাম বাড়ে;
দেয় ট্রিটমেন্ট অনলাইনে,গাড়িতেই বসে।।
নয় সে একরক্তি অলস;
জল করে পান কলস-কলস।।
******************************
২।
          দুষ্ট রাফি
   এক যে দুষ্ট রাফি-
করে শুধু লাফালাফি ;
থাকে না বসে একরক্তি চুপ;
চায় না তো খেতে সে একটুকু ও স্যুপ।
খাবে নাকি সে দিন-রাত-
কেবল দুধ মাখানো ভাত;
বোঝে না সে উচিত-অনুচিত-
বকা খেয়েই সে চিৎ।
তার বড্ড ছোট্ট পীৎ-
আধারে হয় ভীত।
বুদ্ধি তে বড়ো পাকা;
হাসি তার কোমল বাঁকা,
শখ করে গায়ে মাখে আতর-
ভীষণ  সে আবেগ কাতর;
করে না তো পড়াশুনা-
কথায় কেবল  সে ঝুনা।