১.
-রুই আর চড়ুই
একটি পাখি,নামে চড়ুই-
থাকতো সে গাছে-গাছে;
একটি মাছ নাম তার  রুই-
বাসা যার নদীর মাঝে;
চড়ুই পাখি একদা নাকি-
পথ হারিয়ে ভূলে;
উড়ে-উড়ে,ঘুরে-ঘুরে-
পৌঁছালো নদীর কূলে;
দলে-দলে রুই যখন জল-তলে-
একটি রুই তখন থাকে স্থলে;
নরম গলায় শুধায় চড়ুই,
"ও হে ভাই রুই-
আছি আমি কোথায় এখন,জানিস না কিরে তুই?"
রুই টি তার উত্তরে-
বলল সুরে সুরে,
"শোন তাহলে বলছি তোরে,
তুই আছিস শহর থেকে অনেক দূরে-
নদীর কিনারায়;
যেখানেতে এসে রোজ পাখি রা পথ যে হারায়,"
পথ দেখিয়ে দিই তাদের আমি-
সেই পথে যতোই আসুক ওরে  সুনামি;
তারপরেতে রুই আর চড়ুই
পথ চলিলো নগর পথে,বন্ধু হয়ে দুই।
*****************************  
২.
-দু'টি খোকা
একটি মায়ের দু'টি খোকা-
একটি চালাক একটি বোকা;
একটি ছিলো বই-পোকা-
অন্যটি আবার বড্ড এক রোখা;
একটি খোকা  দুষ্টু খুব-
অন্যটি বড়ো নিশ্চুপ;
একটি'তে খে'লে খই ভাজা অন্য টি তে খেতো তিল-
দুজনাতে ছিলো না একটু কভু মিল;
একটি ছিলো সুস্থ -সবল অন্যটি ছিলো রোগা;
একটি চঞ্চল ছিলো আর অন্যটির ছিলো পদে-পদে ধোঁকা।
******************************
৩.
-একটি বুড়োর গল্প
এক যে বুড়ো, পায়ে খুঁড়ো,স্বভাবে কুঁড়ো:
দেখতে মটু,কথায় কটূ,পরনিন্দায় সে বড্ড পটু
নিয়ে তার পেটের ভূড়ি,করতো চুরি,সোনা-দানা ভুরি-ভুরি,
মানুষ লুটে,যাই বা জুটে,তাই নিতো সে
মুঠে-মুঠে;
পথের শেষে,পুকুর ঘেষে,এক টি ঘরে একা  যে থাকতো  সে
হাড়ি-হাড়ি খেতো ভাত,এক সাথ,দিয়ে হাত;
বসে খাটে,দিনে-রাতে,চিবিয়ে দাঁতে।