রোজ রাতে -চাঁদের সাথে-
জ্যোৎস্না-পাতে,কাধ রাখিয়া কাধেঁ;
আকাশ বুকে,মন ও  সুখে-
মুখ লুকে,হাওয়া ফুঁকে;
দিদি নামের একটি তারা-
আধাঁর কে করে তাড়া;
রাতভর একটি ভাই কে দেয় পাহাড়া-
যেই ভাইটি দিদি-হারা।
গল্প শোনায় চাদের বুড়ির-
অথবা কল্প-কথার জাহাজ চুরির;
গল্প আরো টুনা-টুনির-
অল্প আরো গুণ ও গুণীর;
গল্প আবার-বাঘের থাবাড়-
অথবা গল্প শোনায়,কেমন করে হাতি করে জল সাবাড়;
সেই তারা-
ঘুম পাঠায়,চোখের পাতায়-
ভাইটি তার মুড়ো দিতেই নকশি কাঁথায়;
জোনাক হয়ে,আলো বয়ে-
চাইবে সে আসতে নেমে বড়ো নির্ভয়ে;
এই ভেবে যে-
কপাল জুড়ে যাবে চুমিয়ে-
ভাইটি যদি থাকে ঘুমিয়ে।



উৎস-গভীর রাতে যখন তারা কে আমার হারিয়ে যাওয়া দিদি ভেবে তাকে নিয়া চিন্তা করতে থাকা তখন ই এই কবিতা টি মনে পড়ে যায় আর লিখে ফেলি...