দুঃখ নিয়ে জন্ম হলো ছোট্ট শিশু ছবির-
বাড়তে বয়স কষ্ট গুলো তার হচ্ছে ভীষণ গভীর।
বেড়ে ওঠা তার বাবার সাথে-
ঘুম আসে না নিবিড় রাতে।
একাকিত্ব গুলো কাটাতে গিয়ে-
বাবা তার করলো আরেক বিয়ে।
বাড়লো দুঃখ,কষ্ট তার আরো-
হলো না আপন সে কভু কারো।
বাড়লে বাবার অবহেলা-
জুটলো না খাবার তিন টি বেলা।
রইলো বাকি সৎ মায়ের কথায় কথায় আঘাত;
মাঝে মাঝে ছবির গায়ে তোলে আবার হাত;
মা হারা সেই ছোট মেয়ে-
কাদে না এখন আর সে দুঃখ পেয়ে।
সামলে নিয়েছে সে তার ভাগ্য খানি-
স্বপ্ন শুধু এখন তার হবে কোনো রাজকুমারের রাণী।