একটি মাসের সংযম শেষে এ'লে খুশির ঈদ-
গাইযে মোরা গাই সকলে আনন্দ সংগীত;
ইদগাহে তে এ বেলায়-
আলিঙ্গনে মাতি মোরা মুমিন মিলন মেলায়;
হিংসা-বিবাদ ভূলে সবাই হাসি-মুখে-
বুক মিলাই বুকে;
হলে আদায় ঈদ নামাজ দুই রাকাত;
শুনি খুতবা আর ধরি মুনাজাত-
প্রভুর দরবারে  তুলে দুই হাত,
অতঃপর গরীব মাঝে দিই সদকা,দিই ফেতরা, দিই আরো যাকাত;
দেশ,জাতি, ধর্ম নির্বিশেষে-
ঈদ আনন্দ প্লাবনে যাই রে সবে ভেসে;
গরীব-ধনী,ধর্ম-বিধর্মের বৈষম্যতা ভূলে আর  ক'রে সাম্যের আহবান
হই সকলে মোরা সকলের মেহমান।