এলো রে এলো ভাই আজ খুশির ই ঈদ-
চলে গাই রে গাইরে সবে আনন্দ সংগীত;
গিন্নী ঘরে রাধবে পোলাও, রাধবে রে সেমাই-
আজ খুশির সীমার নাই রে ভাই, খুশি সীমা নাই।


দলে দলে যাবো ওরে মোরা ঈদগাহেতে-
দূর পথ দিবো পাড়ি সবে হেটে -হেটে-হেটে;
পড়বো নামাজ,দুই হাতে ধরে আজ ধরবো মুনাজাত-
আর দেবো মোরা গরিবী তে সবে সদকা-ফেতরা-যাকাত।


অবশেষে মুমিনে মুমিনে করবো কুলাকুলি-
আর ঝগড়া-বিবাদ ভূলি,আর দূঃখ সব গুলি।


আজ মুমিন ভাই-বোন নাইকো রবে ব্যবধান-
আজ গাইবো সবে বৈষম্য ভূলে সাম্যের ই গান।
এতো মোদের রহমান আল্লাহ্‌ র দান -
মানিবো মোরা মানিবো তাই তাহার ই ফরমান।


করিবো আদায় করিবো তাহার ই হক-
এই ঈদ খুশিতে আমি জানাই সবে ঈদ মোবারক,ঈদ মোবারক, মোবারক।