আজ রোদ জ্বালায় -
দূর আকাশে মেঘ পালায়;
আর হা্ওয়াখানি স্তব্ধ,এসে আমার পাশের জানালায়।


ঝড়ছে ঘাম -
আমার গা বেয়ে অবিরাম;
দেহখানি আমার চাইছে তাই খানিক টা শীতল আরাম ।


আমি নিরুপায়-
মাঝপথে যদি তৃষ্ণা পায় ;
যখন আমি বাস যাত্রায় ।


ভীড়ে যায় ক্লান্তি:
কিসে হবে ক্ষান্তি-
ঘুচবে উষ্ণ অশান্তি?