আমি দেখেছি আমার দুচোখে কতো ই না অরাজকতা;
তবু বলি নি আমার মুখে আমি কোনো কথা,
আমি তো ভাই এক আম-জনতা-
তাই আমার উপর বিরাজ করে সকল মৌনতা;
আমি নিরবে কেবল শুনে থাকি শত আর্তনাদ আর চিৎকার;
কভু জানতে চাই নি তো আমি জীবন-যুদ্ধে হারছে কে আর হচ্ছে জীত কার?


আমার চোখে সয়ে গেছে সর্ব সহিংসতা-
আমি  এক বাকরুদ্ধ শ্রোতা;
আমি স্থির আমার ভাবনায় সর্বদা -
আমার অস্ত্র বুঝি আমার  নিরবতা;
আমার নিয়ে করে শুধু করে টিটকার(তিরস্কার)-
বিবেক আমার ভিত-কার(ভিতরের)।


কোথায় হারালাম আমি আমার মানবতা-
ভাবি নি কভু  অল্প করেও তা;
যেনো আমার সরলতা
আমার ই দূর্বলতা।।।।
এতোকাল তবে মূল্য কি দিলাম শিক্ষার -
আজ আমার প্রতি হোক আমার ধিক্কার।।।