মেঘ ও মেঘে ঘর্ষণে-
জল বর্ষণে;
ভেজে অাংগুল-
পথিক দাদার,
ভেজে চুল -
তার মাথার
ভেজে ফুল-
নকশি কাথার
ভেজে ধূল-
বুড়োর ছাতার
ভেজে দুল-
নব-কনের মাতার
ভেজে মুকুল-
আমের পাতার
ভেজে আমার-
মামার খামার
ভেজে জামার -
বোতাম তামার
ভেজে সুতো
ভেজে জুতো
ভেজে খড়,ভেজে কুটো
ভেজে ঘর,ভেজে ইটের দেয়াল দুটো
ভেজে দড়ি, ভেজে তরী
ভেজে আবার হাতের ঘড়ি
ভেজে বাড়ি,বড্ড ভারি
ভেজে গাড়ি, সারি সারি
ভেজে নারী,ভেজে শাড়ি
ভেজে নুড়ি ভেজে বুড়ি
ভেজে আবার কিশোরীর হাতের চুড়ি