(কবিতার আসরের আমার  প্রিয় কবি দের একজন অর্থাৎ আজ "শিল্পী" দিদির জন্মদিনে তাকে উৎসর্গ করে লেখা এই কবিতা)।


উৎসব-কলোরবে-
নগর-পল্লবে ;
শহর-তলীতে -
অলিতে-গলিতে;
সুরে-তালে,ছন্দে-ছন্দে-
মাতছে আনন্দে;
প্রতিক্ষণে,জনে-জনে-
দিদি আজ তোমার জন্মদিনের আয়োজনে;
জেগেছে আনন্দ আরো-
মানব হৃদয়ের শূণ্য ঘরে;
অথবা রক্তিম গাঢ়ো-
পূব দিবাকরে;
অথবা ষোলঅানায়-
মুক্ত পাখির ডানায়;
আর রংচটা প্রজাপতি ঘুরতে এসে-
বলবে তোমায় সব হেসে হেসে;
‘‘শুভ জন্মদিন,শুভ জন্মদিন,শুভ জন্মদিন,
শুভকামনা অন্তহীন’’
          -কাব্য হাসান