আঁখি মেলিয়া-
        নিদ্রা ঠেলিয়া,
রোজ দেখি দেয়ালে টানানো যার মুখ-
                               দাড়ায়ে সম্মুখ;
সে যে মোদের রবীন্দ্র কবি গুরু;
         যাহাতে জানিয়াছি আমি শুরু,
ভরিয়া প্রাণ-
       শুনিয়া যার গান
                না জানি ঝড়িয়াছি কতো অশ্রু-
আবেগ বশে-
           নিরব-নিভৃতে একা বসে;
আমার কবিতার খাতায়
                     পাতায় পাতায়
    তোমার নামে ছন্দে-ছন্দে শব্দরাশি সুর মাতায়-
তুমি নও, গুরু  শুধু মহাকবি-
               তুমি যে সাহিত্য রবি,
                    মানবকুলের তুমি হৃদয়-ছবি;
হোক না হোক জীবন মোর জলাঞ্জলি-
               তোমার স্মরণে তবু আমার শ্রদ্ধাঞ্জলি।।