এসেছে ফিরে এসেছে আবার বসন্তরূপে ফাল্গুন-
ফুলে ফুলে এসেছে রঙ,যেনো লাল-খুন;
আজ আকাশ, দিয়েছে সাজ-
মেঘে মেঘে পড়েছে ভাজ;
ছুটেছে গন্ধ বসন্তী ফুলের-
উড়ছে নিশানা দূরে কিশোরীর চুলের;
ডানায় ডানায় বেড়েছে গতি বিহঙ্গ-রাজির-
বেড়েছে ব্যস্ততা আজ মৌমাছির;
ভোর কুয়াশা ধোয়া -
লেগেছে ঘাসে শিশির ছোয়া;
তরু সাজলো নতুন পাতায়-
পড়েছে রক্তিম মুকুট ফুল -মাথায়;
পূব কোণে বয়ে যাওয়া-
থামলো এই দমকা হাওয়া;
ভিড়বে রোদ আকাশ কোণে-
ভোর হবার পরক্ষণে;
মাকড়শা রা নতুন করে পাতুক জাল-
রঙিন ফুলে আজ ভরে উঠুক বৃক্ষ ডাল;
আজ বসন্ত ভাই, নারীতে-নারীতে-
হলুদ রঙের হলদে শাড়িতে।