আমি চাই নি কখনো উচু দেয়াল টপকে উঠবো তার শিরে-
অথবা নামতে মৃত্তিকার খুব ই  গভীরে।
রাখতে চাইছি শুধু আমি আমার পা-
নাই যেথায় নাই নিম্ন-দারিদ্রতার থাবা।


আমার ইচ্ছে নেই মোটে, বিশাল আকাশ ছুঁতে-
আমার নেইকো সাহস কোনো,হাত বাড়াবো পাহাড় উঁচুতে;
চোখে শুধু আমার ভয় রাত-পাড়াতে-
না জানি কখন হয় কি হারাতে।


আমার দিন কিবা রাত-
নাইকো কোনো তফাৎ ;
চাঁদ-তারা আছে যারা-
জুড়ে ওই আকাশ পাড়া;
মেঘ-বৃষ্টি রোদ্দুর তপন-
সব ই যেনো আমার স্বপন।


এই মিছে জীবন টার-
নাই বুঝি বাচার অধিকার?


যদি এই ক্ষীণ জীবনের মাঝে-
সুখের সুর এসে কখনো বাজে;
শুনবো পেতে দু  কান -
আবার কখনো কখনো গাইবো বাচার গান।


গুচ্ছ-সোনা,উচ্চ-বাসনা -
নয়কো আমার জন্য;
আমি তারা গোনা -সুখ বোনা-
মানুষ অতি নগন্য।