মা গো মা
        শোনো না
                    আমি বলছি তোমায় হাসি হাসি-
           বড্ড বেশি ভালো যে তোমায় বাসি;
তোমার মুখের ভাষা গানে গানে
                    আমার মন বাগানে
প্রাণবন্ত-বারো-মাস-ই।


মা  গো মা
       শোনো না
                   তোমার ওই কথার বুলি-
               বলো আমি কেমনে ভুলি;
আহা!সে যে মিশে আছে-
              আমার হৃদয়ের ভাঁজে ভাঁজে;
মা তোমার মুখের ভাষায় আমি  যে মধুর সুর তুলি;
মা গো মা
    শোনো না
               তোমার মিষ্টি শাসন-আদরে-
             বুকের ওই মায়ার চাদরে;
চিরকাল থাকিতে চাই গো আমি
            তোমার কাছে হয়ে দামী
ভালোবেসে তোমায় আবেগ-কাতরে।
মা গো মা
    শোনো না
               স্বর্গ-সুখে অটল-
    তোমার ওই চরণ তল;
আমায় টানে-
      তোমার পানে
নেশামত অনর্গল।।।।