আমি মৃত্যু চাই আমার, জীবন যুদ্ধের হারে;
অথবা ক্ষুধা পেটে অনাহারে,
আমার মৃত্যু হোক ফিনাইলের বিষে;
অথবা রেল-চাকায় মুন্ডু পিষে,
মৃত্যু হোক ‍আমার আবার মরণাস্ত্রাঘাতে;
অথবা জমের হাতে গলা টিপিতে কোনো ঘুম পাড়ানো একলা রাতে,
মৃত্যু ‍অাকাংক্ষা ‍আমার হয় যদি হোক তা বৃদ্ধ কোটায়;
অথবা জন্তর হিংস্রতায়,
মৃত্যু হোক, ‍অামার প্রাণের মৃত্যু হোক ,কোনো যাণ্ত্রিক গোলযোগে ;
অথবা মরণব্যাধি রোগে।