প্রাণের কবি প্রিয় নজরুল,
                প্রিয় মোদের প্রিয় তুমি-
              প্রিয় যেমন আমাদের মাতৃভূমি;
তুমি উদারতায় আকাশ সমতূল;
তুমি জাগ্রত সাম্যের গানে-
      এক সুতোয় গাথা হিন্দু-মুসলমানে;
তুমি বাংলার প্রাণে-
       সাহিত্য অবদানে;
রেখেছো তুমি রেখেছো ভূমিকা অপ্রতুল;
তুমি দিয়েছো সুর-
     তোমার লেখা গানে প্রচুর;
যা আজ ও  হৃদয়ে খায় দুল।
তুমি করিয়াছো রচনা বাংগালীর রণ-সংগীত
       তুমি করিয়াছো দূর বাংগালীর হৃদয়  থেকে বৈষম্যের ভীত-শঙ্কিত;
তুমি বিদ্রোহী, অকুতোভয়ী-
        তুমি সাম্যবাদী,লক্ষ-কোটি  বাংগালীর হৃদয়জয়ী;
তোমার গানে, কবিতায় ফিরে মনঃশান্তি;
শুভ হোক শুভ  নজরুলজয়ন্তী।