আমি  হারিয়ে এলাম ছোট্টবেলার সব কৈশোর কোলাহল-
আজ সেই সব স্মৃতি পড়লে মনে,আমার চোখে আসে জল ;
ছিলো কতো ই না কত কলরব,কতোই না উচ্ছ্বাস,
সময় টা চলছে আগের মতোই,অতীত টা জীবন্ত লাশ ;
ছিলো আমার অতীতে মায়ের মুখে কতো না রূপকথার গল্প-
ছিলো বাবার  হাত ধরে পথ চলা অল্প;
ছিলো ভাইয়ের শাসন কাপিয়ে ভ্রুকুটি-
ছিলো বোন এর সাথে  খুনসুটি;
ছিলো বন্ধুর সাথে বন্ধুত্ব গভীর-
ছিলো না তো কোথাও কষ্টের ভীড়;
ছিলো চাদের সাথে আমার কতো কথার স্মৃতি;
সময় টা নিষ্ঠুর বড়ো, এনেছে টেনে সু-সময়ের ইতি;
আজ চাইলেও পাই না ফিরে মায়ের সব মিষ্টি কথার বুলি,
আর ব্যস্ততার ভীড়ে বাবাকে আমি বারবার ভুলি;
হয় না পাওয়া ভাইয়ের  শাসন-ভাষণ-
আর রোজ থাকে পড়ে শূণ্য বোনের ভালোবাসারর আসন।