আজ আমি বলবো-
একটি ছেলের গল্প;
যেন ছিলো  সে নষ্ট বড়ো-
বাবা মায়ের জন্য কষ্টকর ও ;
একটি অজোপাড়া গায়ে থাকতো সে-
বড়ো এক নদীর পাশে;
যখন পড়তো সে ক্লাশ নাইনে-
অসৎ সংগে পড়ে, চলে গিয়েছিলো বেলাইনে;
দুই হাতে থাকতো তার সিগারেট আর গাঁজা -
ছিলো বড় সে এক আফিম রাজা ;
কথায় কথায় সেই ছেলেটি করতো কেবল গালাগালি-
গ্রাম মাড়িয়ে লাগাতো আর তার বাবার সম্মানে চুনকালি;
গ্রামবাসীরর নালিশে-
পঞ্চায়েতের সালিঁশে;
হলো সিদ্ধান্ত, হবে পাঠানো একা তাকে দূর শহরে,
রাত পেড়োলো প্রথম প্রহরে।
প্রথম ট্রেন ধরে পৌছলো ঢাকা-
পকেট বড়ো ফাঁকা।
কি করিবো কি সে-
দু বেলা খাবার জোগাবে কিসে;
না ছিলো তার এই বেপারে কিছু ধারণা
কাজের খোজে সে হয়ে ভবঘুরে
কাটিয়েছে সময় অনেক ঘুরে আর ঘুরে
কে দিবে সংস্থান করে তারে কাজের-
দায় পড়েছে কোন সমাজের??
বিচিত্র মানুষ সব ,কার উপর রাখবে আস্থা?
কাজের ব্যবস্থা হয় নি কিছু ,শুধু চেনা হলো তার শহরের সব রাস্তা;
সে দেখেছে মানুষ,চিনেছে মানুষ-
অতঃপর হয়েছে তার হুশঁ;
বুঝেছে সে জীবনের কি মানে-
জীবীকার টানে।