বাংগালীত্ব কি পান্তা-ইলিশ-নুনে?
নাকি বাংগালীর গুনে?
বাংগালীত্ব আমার রক্তে মিশে-
তার তুলনা হয়-ই বা কিসে?
না করিলে আলপনা, হাতে-
নববর্ষ কি উদযাপন হবে না তাতে?
বাংগালীত্ব হোক আমার মুখের ভাষায় ;
দেশের প্রতি আমার অসামান্য ভালোবাসায়,
নাহয় আমার নিস্তব্ধতায় কেটে যাক-
বাংলা পন্জিকার আরেকটি বৈশাখ;
আমাকে নিবেদিত পুষ্পগুচ্ছ নাহয় আজ পুষ্প ডালেই বেচে থাক।।।।।