দিবা-আলোয়-
কিবা রাত্রি কালোয়;
কে ভাংছে কোন সত্যের অংগীকার-
কে বা হচ্ছে এর আবার সংগী কার?
জানছে না, তাতো কেউ তেমন জানছে না।
কে মাতছে কখন রক্তপাতে-
অস্ত্র নিয়ে শক্ত-হাতে;
বেলায়-অবেলায়-
জীবন বাজির খেলায়,
জানছে না, তাতো কেউ তেমন জানছে না।
কোথায় কখন কার জন্য খুড়া হচ্ছে কবর-
কিবা হয়ে হন্য কে কার জন্যকুড়ছে খবর;
কে হচ্ছে ধ্বংস, কেবা অস্তিত্বে  থাকছে টিকে-
এক ই পৃথিবীর ভিন্ন ভিন্ন দিকে;
জানছে না,তাতো কেউ তেমন জানছে না।