ওহে একুশে-
তোমায় রেখেছি আজ ও বাঙ্গালী মোরা হৃদয়ে পুষে-
তুমি চিরচেনা-
হাজার শহীদের রক্তে কেনা;
তুমি সহিত চরণে-
তুমি আছো ওগো আছো শহীদ স্মরণে;
তুমি মিশে আছো ভাষাবীর  শ্রদ্ধাঞ্জলিতে-
বাংগালীর মুখে,পথ চলিতে চলিতে;
তুমি হাজার স্মৃতিগাথা-
জুড়ে ইতিহাস পাতা;
তুমি মায়ের মুখের বুলি-
কিবা  চিত্রকারের রংতুলি;
একুশে তুমি সেদিন না মেনে হার -
আজ সবার তুমি অহংকার;
একুশ তুমি ফুলে ফুলে শহীদ মিনার আঙ্গীনার সাজ-
তুমি বাঙ্গালী মুখে ফোটা হাসির কোমল ভাজ-
ওগো তুমি মোদের ভাষায় ফেরালে প্রাণ -
একুশে তুমি শহীদ দের প্রতি  শ্রদ্ধা আর সম্মান-
তুমি মোর-
একুশে অমর।