আয় বৃষ্টি আয়-
আজ মুষল-ধারায়;
ছোট্ট বোন টি বসে আছে-
বৃষ্টি তোর ই অপেক্ষায়;


আধার হয়েছে গগন;
সেই যে কখন-
মেঘের সাজে;
বৃষ্টি ঝড়ার যে বয়ে যায় লগন।।।।


হায় হায় হায়-
মেঘ যে পালায়;
রোদের কাছে -
গগণ কিনারায়;


দক্ষিণ জানালায়;
হাওয়া ছুয়ে যায়-
ভাংগা কাচে,
হাল্কা আদ্রতায়।



উৎসর্গ-  আমার ছোটো বোন "মেহজাবিন ফারাহ মুন্নী " কে উৎসর্গ করে লেখা...........


উৎস:গতকাল মেঘলা বিকেলে বৃষ্টির অপেক্ষায় বোন কে জানালার পাশে বসে থাকতে দেখে এই কবিতার ভাবনা টি উদ্ভুত হয়।।।।