জানি না তো আমি,আবার কবে!
প্রকৃতির সঙ্গে আমার দেখা হবে;
এই মনটা হায় কেদে যায় নিরবে-
সময় কি তবে এভাবে থেমে রবে?


আগের-ই মতন হারাতে চায় মন-
যেখানে আছে প্রিয় পুষ্প-কানন;
আর আছে পাখিদের আলোড়ন;
অথবা জল-সমুদ্রের তীব্র প্লাবন।


ইচ্ছে নেই যেন থাকতে বসে ঘরে-
পুড়ছে গা পুড়ুক না ভীষণ জ্বরে;
আমি যে সংগ্রামী  মানুষের তরে-
আজ মৃত্যুর ভয় নেই এই অন্তরে।


আঁকবো আবার প্রকৃতিরও ছবি-
ছন্দে-ছন্দে হবো ছান্দসিক কবি;
আর শুনবেও তা শশী এবং রবি-
গান শুনিয়ে আমি রাঙ্গাবো সবি।